খুবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ খ্রিষ্টাব্দের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন শুরু করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) সরকারি চাকরি কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্ত্বর থেকে বিকেল চারটায় এ সমাবেশ শুরু করে খুলনা নগরীর শিববড়ি মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
এর আগে দুপুর তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকেন তারা। গত শুক্রবার অনলাইন ও অফলাইনে আন্দোলনের প্রচারণা চালান আন্দোলনকারীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধাবীরা আসছে রাজপথ কাপছে’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, মেধাবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, বাতিল বাতিল বাতিল চাই, কোটা প্রথা বাতিল চাই’ সহ নানা স্লোগান দিতে থাকেন তারা।