The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেসির

গত সোমবারের ভূমিকম্পের পর সৃষ্ট বিপর্যয় সামলাতে হিমশিম খাচ্ছে তুরস্ক-সিরিয়া। ব্যক্তিগত পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেক তারকা। ভূমিকম্পের পরপরই সেই তালিকায় যুক্ত হয়েছিলেন মেসি। এবার দেশ দুটির জন্য সাহায্যের আহ্বানও জানালেন তারকা এ ফুটবলার।

ভূমিকম্পে সহায়-সম্বল হারানো সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সদ্য বিশ্বকাপজয়ী মেসি তার ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান।

পোস্টে মেসি লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজারো শিশু ও তাদের পরিবার খুবই বাজেভাবে দিনাতিপাত করছে। তাদের প্রতি আমার সহানুভূতি। ইউনিসেফ শুরু থেকেই শিশুদের সুরক্ষায় এসব এলাকায় (ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত) কাজ করছে। আপনাদের সহায়তা খুবই মূল্যবান!’

You might also like
Leave A Reply

Your email address will not be published.