ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে বিআরটিসির ডাবল ডেকার (দ্বিতল) বাস সড়কে চলার সময় বিদ্যুতের ঝুলন্ত লাইয়ের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এবার পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ নতুন দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তবে ঘটনার একদির পার হয়ে গেলেও এ ঘটনায় আজ রবিবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। কোনো পক্ষ থেকেই এ সংক্রান্ত কোনো অভিযোগও দায়ের করা হয়নি।
পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল শনিবার ( ২৩ নভেম্বর) গাজীপুর ইসলামি ইউনিভার্সিটি অব টেকনলজির (আইইউটি) বিভিন্ন বর্ষের ৬টি বাসে করে চার শতাধিক শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে ঘুরতে যাওয়ার সময় একটি বাস সঞ্চালন লাইনের ঝুলন্ত তারের সংস্পর্শে বিদ্যুত্যায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনায় জেলা প্রসাশন ও বিশ্ববিদ্যালয় (আইইউটি) কর্তৃপক্ষ আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এবার পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ আরও দুটি নতুন তদন্ত কমিটি গঠন করল। এ নিয়ে মোট চারটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (জিএম) আকমল হোসেন বলেন, খবর পেয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে রাতেই পল্লীবিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। এর একটি পল্লীবিদ্যুৎ প্রধান কার্যালয় গঠন করেছে। অপরদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আমরা পাইনি।
গাজীপুর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন বলেন, ৩ জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এখনো শ্রীপুর থানায় কোনো মামলা হয়নি। অভিযোগের প্রেক্ষিতে মামলা হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।