The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ বিন এমরান-এর বই “আলোবতীর কালো খাতা”

সাইমা বিভাঃ অমর একুশে বইমেলা ২০২৩ এ আসছে তরুণ লেখক মোহাম্মদ বিন এমরান-এর প্রথম একক কাব্যগ্রন্থ “আলোবতীর কালো খাতা”। পরাগ ওয়াহিদ এর প্রচ্ছদে বইটি প্রকাশ করছে শিখা প্রকাশনী। মলাট মূল্য ২২৫ টাকা। বইমেলায় ৪৩-৪৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। মেলার পাশাপাশি বিশেষ ছাড়ে রকমারি, বই ফেরী, প্রথমা সহ বিভিন্ন অনলাইন বুক শপ থেকে পাঠক বইটি সংগ্রহ করতে পারবে।

মোহাম্মদ বিন এমরান-এর লেখালেখির হাতেখড়ি শৈশবে। ইতোমধ্যে বিভিন্ন যৌথগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে।

বইটি প্রসঙ্গে মোহাম্মদ বিন এমরান জানায়, দুঃখবোধকে কবিতার নিউক্লিয়াস মেনে কলম ধরার পর জেনেছি কৃত্রিম বুদ্ধিমত্তার এ যন্ত্রভুবনে (ভালোবাসার মানুষেরই যেখানে বড্ড অভাব সেখানে) কেউ আপনাকে খুব যত্ন করে দুঃখ দেবে, কিছু ‘সুন্দর বিরহ’ রেখে যাবে এমনটা আশা করা বৃথা।

কেউ বলতে পারেন, কবিতায় সাজানো দুঃখ মানুষকে আরও দুঃখী করে তোলে। আদতে তা নয়। আমি কেবল বিষণ্ণ পৃথিবীর দুঃখ-ভান্ডার থেকে দুফোঁটা অশ্রু তুলে এনে দেখাতে চেয়েছি দুনিয়ার সব অবহেলা, ক্রন্দন আর ক্রোধ দাঁতে দাঁত চেপে পরিণত করা যায় জীবনীশক্তিতে, বুকভরা কান্নার ঢেউ মুখের হাসিতে ভাসিয়ে দেয়া যায়, অসীম দুঃখ নিয়েও বেঁচে থাকা যায় নির্দ্বিধায়।

মোহাম্মদ বিন এমরানের জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলায়। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মোহাম্মদ ছোট সন্তান। তিনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। লেখালেখির পাশাপাশি মোহাম্মাদ ছোটবেলা থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.