ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের প্রেক্ষিতে ফারশিদ রেজা’কে (সাবাব) ২০১৯ সালের ডিন’স অ্যাওয়ার্ডস প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
গত বুধবার সকাল ১১ টায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন’স অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে ফারশিদ রেজা’কে এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রো- ভাউস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং ট্রেজারার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফারশিদ রেজাকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন।
গত বুধবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ফারশিদ রেজার পক্ষে তার মা-বাবা সন্মাননা গ্রহণ করেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার বিভাগে অনার্স-মাস্টার্স ফাস্ট ক্লাস পাওয়া ফারশিদ রেজা (সাবাব) বর্তমানে আমেরিকার পেনসেলভেনিয়ায় পেন স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন।