ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলোতে মৃত নবজাতক ফেলে রাখার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছেন শাহবাগ থানা পুলিশ। শনিবার (১ মার্চ) ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. সুলতানের (৩৫) বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার বসুকোট গ্রামে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দেয়ালের ভেতরে মৃত নবজাতকের মরদেহ ছুড়ে ফেলেছিলেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী মোসাম্মৎ খাদিজার একটি মৃত মেয়ে সন্তান হয়। পরে খাদিজার স্বামী মো. সুলতান মিয়া তার মেয়ের লাশ হাসপাতাল থেকে বুঝে পেয়ে গোপনে একটি চটের ব্যাগে ভরে ভিসির বাংলো এলাকায় রেখে আসে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তায় নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।