নাজমুস সাকিব আদিব, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় এক নারীকে গাড়ির নিচে পিষে টেনে নেয়ার মত ভয়াবহ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরের দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত নারীর নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, টিএসসি থেকে নীলক্ষেতগামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে প্রতীয়মান হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে মানুষ আটকে আছে। জনসাধারণ গাড়িটি গাড়িটি থামানোর চেষ্টা করে তবুও গাড়ি থামছিলোই না।
পরবর্তীতে নীলক্ষেত এলাকায় গাড়িটি আটকায় উপস্থিত জনতা। তখন গাড়ির নিচে আটকে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় দেখা যায়। পরে উত্তেজিত জনতা গাড়ির ড্রাইভারকে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ওই নারী ও ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যায়। সবশেষ তথ্য অনুযায়ী ওই নারীর মৃত্যু হয়েছে।
প্রাইভেটকারের চালক ছিলেন ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর শাহ। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শাহবাগ থানা পুলিশ।