ঢাবি অধ্যাপকের নেতৃত্বে ‘কালাজ্বর’ শনাক্তে নতুন ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিমের নেতৃত্বে একদল গবেষক কালাজ্বর ব্যাধি শনাক্তকরণে দ্রুত ও কার্যকরী একটি নতুন মলিকিউলার ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন করেছেন।
উদ্ভাবনের খুঁটিনাটি উপস্থাপন করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন।
শনিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
গবেষক দল কালাজ্বর শনাক্তকরণে গতানুগতিকভাবে অনুসৃত বোন ম্যারো, স্প্লিন এসপিরেট কিংবা লিভার বায়োপসির পরিবর্তে মূত্র নমুনা ব্যবহার করে এই মলিকিউলার ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন করেন।