দীপংকর ভদ্র দীপ্ত, নিটারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়।
এরপর ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত শিক্ষা ও টেক্সটাইল গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে নিটারের প্রায় ৪’শতাধিক গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ১৯ নভেম্বর ২০২২ কেন্দ্রীয় খেলার মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশগ্রহন নেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ১২৮ জন (২০১৯ পরীক্ষা ৬ ব্যাচ), ১৪৩ জন (২০২০ পরীক্ষা ৭ম ব্যাচ) , আইপিই ৫০ জন (২০২০ পরীক্ষা ১ম ব্যাচ) এবং এমএসসি ১৩ জন (২০২০ পরীক্ষা) ৭ জন (পরীক্ষা ২০২১) সহ সর্বমোট ৩৪২ জন ৫৩তম সমাবর্তনে অংশ নিয়েছে। এছাড়াও আরও কিছু নিজেরা সরাসরি আবেদন করেছে, শিক্ষার্থীদের থেকে জানা যায়।
৫৩ তম সমাবর্তনে বক্তা ছিলেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়।
সমাবর্তনকে ঘিরে আনন্দ-উল্লাস মেতে উঠেছে নিটারের প্রাক্তন ২টি ব্যাচের শিক্ষার্থীরা,বিদায়ের আনুষ্ঠানিক লগ্নটি তাদের স্মৃতির পাতায় ধরে রাখতে দেখা যায়। একজন শিক্ষার্থীর সাথে কথা বলে তার অনুভূতি জানতে চাওয়ায় তিনি জানান, আমরা খুবই খুশি,একজন শিক্ষার্থীর স্বপ্ন এই দিনটি,দীর্ঘ ৪ বছর অধীর আকাঙ্খার দিন এটি,যার অনুভূতি বলে বোঝানো যাবে না।
৫৩ তম সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশ নিয়েছেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশন করা গ্রাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।