ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি )কবি সুফিয়া কামাল হল থেকে একদিনে ছয়টি ফোন চুরির ঘটনা ঘটেছে।আজ ( ১০)সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভুগিরা হলেন গণিত বিভাগের ফাতেমা আক্তার আশা,আইইআরের তন্নি মজুমদার, সংগীত বিভাগের প্রীতি রায়, সংস্কৃতি বিভাগের সাদিয়া শিমু সুলতানা ও ঐশী,ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নিরুপমা সরকার।এ বিষয়ে সুফিয়া কামাল হলের শিক্ষার্থী পূজা দেবনাথ দ্যা রাইজিং ক্যাম্পাসকে বলেন তারা সবাই ঘুমিয়ে ছিল।একজন ঘুম থেকে উঠে ফোন খুঁজলে হাতের কাছে তার ফোন পায়নি। বাকি ৫ জন ঘুম থেকে উঠে দেখে তাদের ও ফোন নেই।
তিনি বলেন ফোনগুলো ৬ টা থেকে ৬:৪৫ এর মধ্যে চুরি হয়েছে।ফোন চুরি হওয়ার বিষয়ে সুফিয়া কামাল হলের নবনিযুক্ত প্রভোষ্ট অধ্যাপক সালমা নাসরিন রাইজিং ক্যাম্পাসকে বলেন, ২৩-২৪ সেশনের এখনো হলে সিট দেওয়া হয়নি তারপরে ও তারা কেনো হল প্রশাসনকে না জানিয়ে হলে উঠেছে। যে রুম গুলো থেকে ফোন চুরি হয়েছে সে রুমগুলো পলিটিকাল রুম। তারা আমার কাছে অভিযোগ করেছে আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাইনি।
তিনি আরো জানান আমি হাউজ টিউটর ও গেটম্যানের সাথে কথা বলেছি কোনো অপরিচিত ব্যাক্তি হলে ঢুকতে পারেনা তারপরেও কিভাবে ফোন চুরি হলো সেটি বুঝতে পারছি না।