ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) কবি সুফিয়া কামাল হলের ২০২৩-২৪ সেশনের সিট বরাদ্দের সম্ভাব্য তারিখ নভেম্বরের প্রথম সপ্তাহ।
আজ( ৯ অক্টোবর ) বুধবার দ্যা রাইজিং ক্যাম্পাসকে কবি সুফিয়া কামাল হলের প্রভোষ্ট অধ্যাপক ড. সালমা নাসরিন এ তথ্য জানিয়েছেন।
সুফিয়া কামাল হলের প্রভোষ্ট অধ্যাপক ড. সালমা নাসরিন বলেন, আমাদের হলে শিক্ষার্থীদের তুলনায় রুমের সংখ্যা অনেক কম। এই জটিলতা কাটাতে যাদের মাস্টার্স শেষ হয়েছে তাদের দ্রুত হল ত্যাগ করতে নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা রুমে গিয়ে আমরা খোঁজ নিচ্ছি, কতজন করে দেওয়া যায়।
প্রথম বর্ষের সিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহেই আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দিয়ে দিবো।
প্রসঙ্গত, সরকার পতনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। গণরুম, গেস্টরুম বিলুপ্ত করে শিক্ষার্থীদের বৈধ সিট দিতে হল প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি হলে শিক্ষার্থীদের সিট বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি হল গুলোতেও চেষ্টা চলমান। তবে নারী শিক্ষার্থীদের হলগুলোতে শিক্ষার্থীর তুলনায় সিট কম হওয়ায় বেগ পেতে হচ্ছে তাদের।