The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ঢাবির লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এ্যানি, সম্পাদক মনির

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি’র কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি এবং সাধারণ সম্পাদক পদে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মনির হোসেন নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবদুল আহাদ আলভী ও মো আব্দুর রহিম। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটিতে সহ-সভাপতি পদে ইমরান মাহমুদ ও মোহাম্মদ আহনাফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক মনোনীত হয়েছেন। আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে এ্যানি মোট ভোটের ৭৯ শতাংশ এবং সাধারণ সম্পাদক পদে মনির ৭৪ শতাংশ ভোট পান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.