ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল আগামী মঙ্গলবার (৫ জুলাই) প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব কাগজপত্র ইতোমধ্যে উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশের জন্য সামজিক বিজ্ঞান অনুষদ থেকে ফলাফলের একটি খসড়া উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে। এই কাগজপত্র প্রশাসন-৪ শাখা থেকে কিছুক্ষণের মধ্যে অনলাইন ভর্তি কমিটির কাছে পাঠানো হবে। এরপর অনলাইন ভর্তি কমিটি ফল আপলোডের কাজ শুরু করবেন।
ওই সূত্র আরও জানায়, আগামীকাল সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। একই দিনে দুই ইউনিটের ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। কেননা একদিনে দুই ইউনিটের ফল প্রকাশ হলে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এজন্য আগামী মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপাচার্য দপ্তর থেকে এখনো আমাদের কাছে ‘ঘ’ ইউনিটের ফলাফল সংক্রান্ত কাগজপত্র এসে পৌঁছায়নি। আজ কাগজপত্র চলে আসলে আগামী মঙ্গলবার এই ইউনিটের ফল প্রকাশ করা হবে। কোনো কারণে আজ কাগজপত্র না আসলে ফল বুধবার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১১ জুন ঢাবিসহ দেশের ৮টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৭৮ হাজার ২৯ জন। সেই হিসেবে আসনপ্রতি লড়েছেন ৫৮ জন।