ঢাকা বিশ্ববিদ্যালয় কারুশিল্প বিভাগের উদ্যোগে ৬-দিনব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ আজ ০২ জানুয়ারি ২০২৩ সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসী-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্রদর্শনীর আহ্বায়ক মো. ফারুক আহাম্মদ মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
প্রদর্শনীতে শেষ্ঠ শিল্পকর্মের জন্য নির্বাচিত ১২টি শিল্পকর্মের শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়।
এবারের কারুশিল্প বিভাগের এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ৬৫ জন শিক্ষার্থীর ১৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ০৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।