ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের উর্দু, ফারসি, সংস্কৃত ও পালিতে ভর্তির জন্য আসন শূন্য আছে। এই চারটি বিভাগে শূন্য আসনে ভর্তির জন্য বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাবির ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে শূন্য আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছেন, তাঁদের লগইন করে ভর্তি মেনু হতে ভর্তি ফি প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে ৮ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।