ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। চেয়ারম্যান হিসাবে তিন বছর এই পদে তিনি থাকবেন।
বুধবার (২২ মার্চ) দুপুরে বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদির আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, আরবি বিভাগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা থাকবে। সিনিয়র শিক্ষকসহ বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অ্যাকাডেমিক উন্নয়নে একান্তভাবে সচেষ্ট থাকব। পাশাপাশি বিভাগের অবকাঠামগত উন্নয়নেও অবদান রাখার চেষ্টা করব।