The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ঢাবিতে হামলাকারীদের ছবি ও ভিডিও প্রদর্শনী শুরু

ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ছবি ও ভিডিও বড় পর্দায় প্রদর্শনীর আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শনী শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। আয়োজকরা জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

এর আগে, আয়োজন সম্পর্কে জানিয়ে টিএসসির পায়রা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতটি জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে। এসব ঘটনার ভিডিওচিত্র, স্থিরচিত্র, সিসিটিভি ফুটেজ, আহতদের বয়ান ও চাক্ষুষ সাক্ষীর মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, হুকুমদাতা ও মদদদাতাদের চিহ্নিত করব। এ লক্ষ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত টিএসসির পায়রা চত্বরে বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শনী করব। এই ক্যাম্পেইনটা তিন দিন চলমান থাকবে। এই প্রদর্শনীর মাধ্যমে হামলাকারীর বিরুদ্ধে সাক্ষীও পেয়ে যাব।

তিনি বলেন, এছাড়াও টিএসসির পায়রা চত্বরে আমরা একটি বুথ স্থাপন করব। সেখানে কোনো হামলাকারীর বিরুদ্ধে ভিডিও চিত্র, স্থিরচিত্র, চাক্ষুষ সাক্ষী ও অন্য কোনো প্রমাণ থাকলে সে তথ্য-প্রমাণগুলো আমরা সংগ্রহ করব।

রিফাত আরও বলেন, আবার দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাঘব বোয়ালদের ছেড়ে ছোট ছোট পদধারীদের ধরা হচ্ছে। শুধু পদ থাকলেই তাকে মামলা দেওয়া হচ্ছে। এটি আমরা চাই না। আমরা চাই, সুস্পষ্ট আইনের মাধ্যমে বিচার হোক। আওয়ামী লীগের সময়ে যে অনাচার হয়েছে, মিথ্যা মামলার রাজনীতি হয়েছে, সেটি আমরা চাই না। প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই যেন কোনো নিরপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.