এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে ‘মানবাধিকারঃ জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনার গতকাল ২৬ নভেম্বর ২০২২ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে ফোরামের সভাপতি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।