ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি ) ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন প্রায় দের মাস হয়েছে দেশ স্বাধীন হয়েছে। খুনি হাসিনার প্রগাপান্ডারা এখন ও বাহিরে ঘুরে বেড়াচ্ছে। অথচ শত শহীদের রক্তের ওপর দাড়িয়ে আছে আজকের বাংলাদেশ। অবিলম্বে ছাত্রলীগের হামলার বিচার করতে হবে।
সমাবেশে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ওবাইদুর হাসিব বলেন গত ১৫ জুলাই আমরা দেখেছি ছাত্রলীগ শহীদুল্লাহ হলে আক্রমণ চালায় রাত আটটা পর্যন্ত। আমাদের নিরস্ত্র ভাই বোন দের ওপর ছাত্রলীগ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আমাদের অনেক ভাই এখনো হাসপাতালে আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা যত দ্রুত সম্ভব ছাত্রলীগের হামলার বিচার চাই।
উল্লেখ্য,কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুরু হয়েছিল নানা তর্ক বিতর্ক ও টানা আন্দোলন। এর প্রেক্ষিতে গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ দ্বারা শতাধিক শিক্ষার্থী আহত হয়।শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে।