The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪

ঢাবিতে ছাত্রলীগের উদ্যোগে নির্ধারিত রিকশা ভাড়া কার্যকর

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার বিভিন্ন রুটে রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়ার পর আজ (রোববার) থেকে তা কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয় জুড়ে মোট ১৬টি স্টপেজ ধরে এই ভাড়া নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৫৫ টাকা। নির্বাচিত ১৬টি স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত দৃষ্টিনন্দন বোর্ড স্থাপন করা হয়েছে।

রোববার (২১ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ও কার্জন হলসহ বিভিন্ন পয়েন্টে এ ভাড়া কার্যকর হতে দেখা যায়। নির্ধারিত পোষাক পরিহিত বেশ কয়েকজন রিকশাচালক ও শিক্ষার্থীরা ভাড়া কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাবি ছাত্রলীগের এ কার্যক্রমে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রাথমিকভাবে নির্ধারিত পোষাক পরিহিত ১০০ জন রিকশাচালক এই ভাড়া মেনে শিক্ষার্থীদের পরিবহন করা শুরু করেছেন বলে জানিয়েছে ঢাবি ছাত্রলীগ৷ গতকাল (শনিবার) তাদের মাঝে নির্ধারিত পোশাক ও গামছা উপহারও দিয়েছে ছাত্র সংগঠনটি।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সব চালক এর আওতাভুক্ত হবেন। নির্ধারিত ভাড়া ব্যতিত ক্যাম্পাসে রিকশা চালানো যাবে না। রিকশাচালকরা যেহেতু শিক্ষার্থীদের জন্য ছাড় দিচ্ছে, আমরাও তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। যারা ভাড়ায় রিকশা চালায় তেমন কয়েকজনকে আমরা রিকশা উপহার দেওয়ার চেষ্টা করব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ঢাবিতে ছাত্রলীগের উদ্যোগে নির্ধারিত রিকশা ভাড়া কার্যকর

ঢাবিতে ছাত্রলীগের উদ্যোগে নির্ধারিত রিকশা ভাড়া কার্যকর

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার বিভিন্ন রুটে রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়ার পর আজ (রোববার) থেকে তা কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয় জুড়ে মোট ১৬টি স্টপেজ ধরে এই ভাড়া নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৫৫ টাকা। নির্বাচিত ১৬টি স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত দৃষ্টিনন্দন বোর্ড স্থাপন করা হয়েছে।

রোববার (২১ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ও কার্জন হলসহ বিভিন্ন পয়েন্টে এ ভাড়া কার্যকর হতে দেখা যায়। নির্ধারিত পোষাক পরিহিত বেশ কয়েকজন রিকশাচালক ও শিক্ষার্থীরা ভাড়া কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাবি ছাত্রলীগের এ কার্যক্রমে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রাথমিকভাবে নির্ধারিত পোষাক পরিহিত ১০০ জন রিকশাচালক এই ভাড়া মেনে শিক্ষার্থীদের পরিবহন করা শুরু করেছেন বলে জানিয়েছে ঢাবি ছাত্রলীগ৷ গতকাল (শনিবার) তাদের মাঝে নির্ধারিত পোশাক ও গামছা উপহারও দিয়েছে ছাত্র সংগঠনটি।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সব চালক এর আওতাভুক্ত হবেন। নির্ধারিত ভাড়া ব্যতিত ক্যাম্পাসে রিকশা চালানো যাবে না। রিকশাচালকরা যেহেতু শিক্ষার্থীদের জন্য ছাড় দিচ্ছে, আমরাও তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। যারা ভাড়ায় রিকশা চালায় তেমন কয়েকজনকে আমরা রিকশা উপহার দেওয়ার চেষ্টা করব।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন