ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা, সংস্কৃতিচর্চার পরিবেশ এবং ক্যাম্পাসের স্থিতিশীলতা ধরে রাখতে সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিজয় মঞ্চ : সন্ত্রাস রুখতে সাংস্কৃতিক প্রতিরোধ’ শীর্ষক একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনে প্রতিবাদী গান, নৃত্য, আবৃত্তি, মঞ্চ নাটক, মাইম ও বিতর্ক ছাড়াও প্রখ্যাত ব্যান্ডদল সহজিয়া, লিসান অ্যান্ড দ্যা ব্লাইন্ডমেন ও আপনঘরের পরিবেশনার মাধ্যমে সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সন্ত্রাসবিরোধী প্রতিবাদী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বিশ্বাস করে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে টিএসসি সর্বদা জেগে থাকবে।
একইসাথে প্রগতির মিছিলের অনন্য মশালবাহক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী সব সচেতন শিক্ষার্থী এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর থাকবে বলেও আয়োজকরা মনে করেন।