The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

স্থপতি খায়রুল আলম সাগরের উদ্দ্যোগে ঢাকা-০৮ এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

আলমাহমুদ, নিজস্ব প্রতিবেদক: স্থপতি খায়রুল আলম সাগরের উদ্যোগের ১৫ নিউ বেইলী রোডে ঢাকা-০৮ এর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহউদ্দিন নাছিমের এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

স্থপতি খায়রুল আলম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আসছে ৭ জানুয়ারি স্মার্ট বাংলাদেশ গঠনের প্রত্যয় ও উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্য সকলের কাছে নৌকা মার্কায় ভোট চান।

অনুষ্ঠানের সমাপনীতে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য খায়রুল আলম সাগর বলেন, আমরা সবাই একত্রিত হয়ে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী ৭ তারিখ নৌকা প্রতিকে ভোট দিবো এবং নিজ-নিজ পরিবারের সকলকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসবো। যাতে করে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাজ্য, ইউরোপীয় এবং এশীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন প্রিন্স ও স্থানীয় ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ঢাকা-০৮ এর নৌকার মাঝি আ.ফ.ম বাহউদ্দিন নাছিমকে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.