The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা-রংপুর মহাসড়কে ঘন কুয়াশায় একসঙ্গে ৭ গাড়ির সং’ঘর্ষ, আ’হত ২৫

ডেস্ক রিপোর্ট: ঢাকা-রংপুর মহাসড়কে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে ৭ গাড়ি। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে চারটি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর এলাকা হয়ে যাচ্ছিল। এসময় মিঠাপুকুর চার রাস্তার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনাকবলিত মহাসড়কের ওপর দিয়ে বালু ও মাটিবাহী ট্রাক চলাচল করে থাকে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়েছিল। একই সঙ্গে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় হয়তো চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে ঘন কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা অনেক কমে গেছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.