ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি ঘটনায় যৌথবাহিনী অভিযানে অন্তত ২১ দালালকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ঢাকা উইংয়ের গোপন তথ্য ও নজরদারিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।
নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান জানান, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর আজ যৌথ অভিযান চালানো হয়। এতে অন্তত ২১ জনকে আটক করা হয়েছে। সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই করার পর ৯ জনকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আর ১২ জনকে তিনদিন থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।