The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের নিদের্শনাবলি

অনার্স (২০২০-২০২১) সেশনের প্রথম বর্ষ ২০২১ সনের যারা নতুন পরীক্ষায় অংশগ্রহন করবেন, সেসব পরীক্ষার্থীদেরজন্য ঢাকা বিশ্বিবদ্যালয়ের  অধিভুক্ত সরকারি সাত কলেজ  থেকে  প্রয়োজনীয়  নিদের্শনাবলিঃ

প্রথমে সবার উপরে ডান কোনায় নিজ বিভাগের নাম লিখতে হবে ইংরেজিতে Capital latter বড় অক্ষরে। যেমন  ” DHAKA ”

তাপর ধাপে ধাপে  বাকি সব কাজ করতে হবে।

point -1  প্রথমে ” Honours First Year” লিখতে হবে।  এবং
★ পরীক্ষা  ”  21″  লিখতে হবে।

Point -2   বিষয়ঃ  বিভাগের নাম লিখতে হবে। যেমন -Math, Accounting,Economic.  যার যে  পত্রের পরীক্ষা ।

point -3  তাপর আপনি  যে পরীক্ষা দিবেন  শুধু  ওই দিনের পত্র কোড  লিখবেন। যেমন – “(  2223501/ Acc – 251001.)”
এটা কোশ্চেনে বা এডমিট কার্ডে থাকবে।এবং কোড  এর পাশাপামি বিষয় এর নাম থাকবে যেমন  ( principle  Of Accounting)। বিষয়  লিখতে হবে  না হলে খাতা হারিয়ে যাবে।

Point -4  কেন্দ্রঃ  এডমিটে যা লিখা থাকবে  তাই লিখতে হবে। যেমন -” ( Govt Titumir college – Govt bangla College) ”

Point -5  রোল নাম্বারঃ   ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে  যার যে রোল দেওযা হয়ছে এডমিট কার্ডে রোল নাম্বার লিখত হবে। যেমন -( 2010173)।  ভুলে হলে খাতা বাতিল বলে গণ্য হবে।

Point -6  ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে যে রেজিষ্ট্রেশন  নাম্বার এডমিট কার্ডে দেওয়া থাকবে সেই রেজিষ্ট্রেশন  নাম্বার খাতায় লিখতে হবে। যেমন – ( 2020404686).।  ভুল হলে খাতা বাতিল বলে গণ্য হবে। এবং রেজাল্ট  “F” আসবে।

point – 7  শিক্ষাবর্ষঃ  নতুন শিক্ষার্থীদের শিক্ষা বর্ষ (২০২০-২০২১) হবে।  আর যারা অনিয়মিত , মনোনয়ন দিবেন তাদের এডমিট কার্ডে যা থাকে সেশন সে অনুয়ায়ী  লিখবেন।

Point-8 তারিখঃ যে দিন  পরীক্ষা হবে সেই দিনের তারিখ লিখতে হবে।  ভুল তারিখ লিখতে খাতা “ফ্রট “বলে গণ্য হবে। পরবতী সময়ে কতৃপক্ষ কোনো রুপ দায়ী থাকবে না।

Point -9 Extra লুজ শীট নিলে  সেখানে ক্রমিক নং ১ রোল, রেজিষ্ট্রেশন , সেশন অতিরিক্ত খাতার নাম্বার এডমিট  কার্ড অনুয়ায়ী   লিখবেন। ভুল হলে অতিরিক্ত  লুজ বাতিল বলে গণ্য হবে।

এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ  কথা এটাই যে  হাজিরা খাতা / শীটে নিজ স্বাক্ষর করবেন পত্র কোড লিখবেন তারিখ দিবেন।  হাজিরা খাতায় স্বাক্ষর না দিলে খাতা বাতিল হবে। পরবর্তী  তে ফলাফল প্রকাশ হলে ফলাফল W/ I /Abs শো করবে।

বিঃদ্র   এই নিদের্শনাবলি  অনার্স প্রথম বর্ষ থেকে  শুরু করে  মাস্টার্স  পর্যন্ত প্রক্রিয়াধীন থাকবে।  ( ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের)।

You might also like
Leave A Reply

Your email address will not be published.