ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক পদে দুজন শিক্ষক স্থায়ী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রভাষক
বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল
পদসংখ্যা: ২
যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি অথবা জিপিএ বা সিজিপিএর ক্ষেত্রে ৪–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে প্রথম বিভাগ অথবা জিপিএ বা সিজিপিএর ক্ষেত্রে ৫-এর স্কেলে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে যাঁরা ইলেকট্রিক্যাল পাওয়ার মেজর হিসেবে অধ্যয়ন ও গবেষণা করেছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০০০ টাকা
আবেদন ফি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট পাঠাতে হবে।
আবেদন যেভাবে
পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের রসিদসহ ৮ কপি দরখাস্ত রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, নম্বরপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২২।