The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়নুল উৎসব শুরু

ডেস্ক রিপোর্ট: শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জয়নুল উৎসব। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী জয়নুল উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় চিত্রশিল্পী ও ঢাবির ইমেরিটাস অধ্যাপক হাশেম খান, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী মইনুল আবেদিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ, প্রক্টর সাইফুদ্দীন আহমেদসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী আয়োজনের প্রধান আকর্ষণ ‘জয়নুল মেলা’। মেলায় দেশের নানা প্রান্ত থেকে আগত শিল্পীদের সম্মেলন ঘটেছে।

নানা রকম লোকশিল্প এবং মেলায় কারুশিল্পের প্রদর্শনী চলছে। ধাতব, শোলা, মাটির পুতুল, কাঠের পুতুল, পাখা, পট, শীতলপাটি, শখের হাড়ি, মণিপুরী তাঁত, কোমর তাঁত, সতরঞ্জি, বাঁশি, শঙ্খ, মুখোশ, খেলনাসহ নানা হস্তশিল্পের সমাহার ঘটেছে মেলায়। জয়নুল মেলা দেখতে এবং কিনতে দর্শনার্থীরা ভিড় করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের অনেক অবদান রয়েছে। জয়নুল উৎসবে শিল্পের যে সমারোহ, তাতে মুগ্ধ হতে হয়। উৎসবের মাধ্যমে শিক্ষার্থী-দর্শক নানা কিছু জানবে, যা তাদের সমৃদ্ধ করবে।

অধ্যাপক শেখ বলেন, কারুশিল্প এবং চারুশিল্পের সম্মেলন ঘটিয়ে শিক্ষার্থীদের শিল্প জ্ঞান বিকশিত করা এবং নতুন কিছু করতে উদ্ভুদ্ধ করার লক্ষে প্রতিবছরের ন্যায় এবারও জয়নুল উৎসবে মেলার আয়োজন করা হয়েছে। লুপ্তপ্রায় নানা রকম শিল্পকার্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া মেলার অন্যতম উদ্দেশ্য।

জয়নুল উৎসবের কর্মসূচির অংশ হিসেবে আগমীকাল শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে জয়নুল আবেদীনকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর (রোববার) সকালে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে চারুকলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.