ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এস্টেট অফিসে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
পদের নাম: এস্টেট ম্যানেজার
পদের সংখ্যা: ১টি
আবেদন যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪–এর স্কেলে ন্যূনতম ৩.০০ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ (জিপিএ/সিজিপিএ ২.০০–এর কম) গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানের বাসস্থান, সুপারমার্কেট এবং অন্যান্য স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার কাজে/ প্রশাসনিক কাজে অফিসার পদে (নবম গ্রেড) অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তবে অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার সময়সীমা শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
আবেদন যেভাবে : রেজিস্ট্রারের দপ্তর থেকে ৫০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ৮ কপি আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, কক্ষ নম্বর–২০৩, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০- এই ঠিকানায়।
আবেদন ফি: ১০০০ টাকা মাত্র।
আবেদনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২২।