ঢাকা কলেজ প্রতিনিধিঃ শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের।এই আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’।
রবিবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও সাত কলেজের ক্লাস বন্ধের কোনো নোটিশ বা কোনো রকম খবর পাওয়া যায় নাই। ক্লাস বন্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সাত কলেজের সমন্বয়ক বা কারো পক্ষ থেকেই বন্ধের কোনো রকম তথ্য পাওয়া যায় নাই।তাই প্রত্যেক কলেজেই রুটিন অনুযায়ী ক্লাসসহ সকল একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।