‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২’-এ দেশের সব কলেজকে পেছনে ফেলে বিজ্ঞান শাখায় সেরা স্থান অর্জন করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী তাশরীফ আহমেদ তুহিন। সে সফলতার পুরস্কার হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সফরে জাপান যাচ্ছেন এ শিক্ষার্থী।
শনিবার (১০ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনায় এবং জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার তত্ত্বাবধানে জাপান সফরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি।
জাপানে টোকিও মেট্রোপলিটন তাচিকাওয়া হাইস্কুলে মালয়েশিয়া, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি ও তাইওয়ানের শিক্ষার্থীদের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ নেবেন তাশরীফ। একই সাথে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী অধ্যাপক কাজিতা তাকাকির অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্ব ও ফটো সেশনেরও সুযোগ পাবেন তিনি।
তাশরীফ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণি বিজ্ঞান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি থাকেন কলেজের উত্তর ছাত্রাবাসে। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের ছেলে তিনি।
তাশরীফ প্রথমবারের মতো গ্রাম থেকে ঢাকায় এসেই করেছেন বাজিমাত। উচ্চমাধ্যমিকে ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর প্রথম বর্ষেই দেশের সব জেলা, উপজেলা, মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগীদের পেছনে ফেলে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
তার এমন অর্জনে গর্বিত কলেজ প্রশাসন।