ঢাকা কলেজে আগামী ১৫ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। সবমিলিয়ে ঢাকা কলেজের ছাত্ররা পাচ্ছেন ১৬ দিনের শীতকালীন ছুটি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবস, যিশু খ্রিস্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষে কলেজের ক্লাস স্থগিত থাকবে।
একই সাথে তিনি জানান সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে। একই সঙ্গে ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম যথারীতি চলবে।
তবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কলেজের সব কর্মসূচিতে শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে বলেও জানান তিনি।