ঢাকা কলেজে থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি জানান, ঢাকা কলেজ থেকে ১১৫৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৫১ জন। সে অনুযায়ী পাসের হার ৯৯.৮৩ শতাংশ।
এর আগে সকালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।