মাভাবিপ্রবি প্রতিনিধি: ড. মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যখন বিক্ষোভে ফেটে পড়েছে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত তখন বাংলাদেশেও উঠছে প্রতিবাদ।
ড. মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৬ই আগস্ট শুক্রবার ২০২৪ইং বিকাল ৪ ঘটিকায় তৃতীয় একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা।
মানববন্ধনে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আব্দুল হালিম এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে।
মাভাবিপ্রবি শিক্ষার্থী সুখী আক্তার বলেন, এইরকম ঘটনা ২০১৬ সালে বাংলাদেশেও ঘটেছিল কিন্তু সে তার বিচার পাই। এবারও যেন এইরকম না হয়। ড. মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন।
আরেক শিক্ষার্থী মহসিন বলেন, আমরা এই নিষ্ঠুরতম ঘটনার তীব্র নিন্দা জানাই পাশাপাশি দোষীদের কঠোর বিচারের আহব্বান জানাচ্ছি।
কিছুক্ষন অবস্থান করে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা তাদের মানববন্ধন শেষ করেন।