The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

ড. ইউনূসের সঙ্গে তামিম ও তার স্ত্রী আয়েশার ছবিটি সম্পাদিত

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত ১০ জানুয়ারি এক ফেসবুক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকার ভিন্ন ভিন্ন তিনটি ছবির কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ছবিটি আসল নয়। বরং প্রযুক্তির সাহায্যে শেখ হাসিনার ছবির জায়গায় ড. মুহাম্মদ ইউনূসের ছবি যুক্ত করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে। তবে খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে তামিম-আয়েশার ছবি দুটি আসল।

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে প্রথম আলোর ওয়েবসইটে ‘তামিমের বৌভাতে খালেদা’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচার ইমেজের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, এই ছবিটি আসল।

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ২৩ নভেম্বর তামিম ইকবালের ফেসবুক পেজে ‘Its always a pleasure to meet the Honourable PM’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে শেখ হাসিনার সাথে তামিম ও তার স্ত্রী আয়েশার একটি ছবি যুক্ত করা হয়। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়। ছবিটিতে শুধু শেখ হাসিনার স্থলে ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যায়।

অর্থাৎ, আলোচিত ছবিটিতে প্রযুক্তির সাহায্যে শেখ হাসিনার ছবি মুছে ড. ইউনূসের ছবি যুক্ত করা হয়েছে। সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ভাইরাল এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.