ইব্রাহীম মাহমুদঃ ঢাকা কলেজের শিক্ষার্থী রাব্বি গাজী (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে তার জ্বর হলে মাদারীপুর শিবচরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে।পরে অবস্থার অবনতিতে আইসিইউতে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।
তিনি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গীর গাজীর একমাত্র ছেলে রাব্বি গাজী।