রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ডুসার ট্যালেন্ট হান্ট সিজন -০১ এর বাছাই পর্বের পরীক্ষা ১১ আগস্ট অনুষ্ঠিত হয়।
আবহাওয়ার প্রতিকূলতা স্বত্তেও প্রায় এক হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে বলে জানিয়েছে আয়োজকরা।
এই আয়োজন সম্পর্কে অভিভাবকদের মতামত জানতে চাইলে তারা জানান, এরকম আয়োজন অব্যাহত থাকলে ছাত্রসমাজ উপকৃত হবে।
তারা আরও বলেন এই সময়ে কিশোর গ্যাং এবং মাদক সহ নানাবিধ সমস্যা থেকে উত্তরণেও এই রকম আয়োজন সামাজিক বিপ্লব হিসেবে কাজ করবে।
ডুসার ট্যালেন্ট হান্ট সিজন -০১ আয়োজকরা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের যে অংশগ্রহণ ছিলো তা আমাদের অনুপ্রাণিত করেছে। এরকম শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখতে অভিভাবক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের যে ভালোবাসা আমরা পাচ্ছি তা আমাদের অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট, রোজ শুক্রবার এই ট্যালেন্ট হান্ট এর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।