The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫

‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জাবি ভর্তি পরীক্ষা শুরু

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকল নয়টায় ১ম শিফটে ছাত্রীদের পরীক্ষা শুরু হয়েছে। এদিন মোট ৫ শিফটে ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রথম চার শিফটে ‘ডি’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই অনুষদের মোট আসন সংখ্যা ৩১০ টি।এর মধ্যে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৮৬ হাজার ৭৫৫ জন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা বলেন, “সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং সকলেই দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করছে। একইসঙ্গে পরীক্ষায় উপস্থিতির হারও সন্তোষজনক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা এখনো কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ১৫ মিনিট পরে আসলে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশের অনুমতি না থাকলেও অতিরিক্ত যানযট বিবেচনা করে প্রথম শিফটে ৩০ মিনিট পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.