বিএসএস স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৩৬ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ডিনস অ্যাওয়ার্ড বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. বিনায়ক সেন।
এ বছর অনুষদের ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ-প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা এ অ্যাওয়ার্ড পাচ্ছেন।