হাসিবুল আলম প্লাবন, বিডিইউ প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
রবিবার বিডিইউ এর ভর্তি কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই মেধাতালিকা প্রকাশ করা হয়। ফল পাওয়া যাবে http://admission.bdu.ac.bd- এই ঠিকানায়।
উক্ত ওয়েবসাইটে মেধা তালিকায় চান্স প্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়েছে। এছাড়াও আবেদনকারীদের ভর্তি আবেদন ফরমে দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে প্রথম মেধাতালিকার ফলাফল জানিয়ে দেয়া হয়েছে।
উক্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে উদিতা সরকার চন্দ্রবিন্দু , মোঃ রাকিবুল ইসলাম, বি.এম. রোকনুজ্জামান।
বিডিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে ‘BDU Admission | Bangabandhu Digital University Admission’ নামক ফেসবুক গ্রুপ। উক্ত গ্রুপের একজন এডমিন মো ফায়াজুর রহমান বলেন, আমরা প্রতিবছর বছরের মতো এবারও বিডিইউতে ভর্তিচ্ছু প্রতিটি আগ্রহী শিক্ষার্থীকে সব রকমের সহযোগিতা প্রদান করে আসছি। বিশ্ববিদ্যালয় এবং ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা খুব সহজেই গ্রুপের মাধ্যমে জানতে পারবে।