The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪

ট্রাম্পের সঙ্গে বিজয়ের রাত উদযাপন করবেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রে নির্বাচনে বিজয়ের রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, মার-এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাতটি কাটাতে চান তিনি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইলেক্টোরাল কলেজে ২৭৭ ভোট পেয়ে নিজেকে ইতোমধ্যে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণও দিয়েছেন তিনি।

বিজয় ঘোষণা করে ট্রাম্প সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন। ট্রাম্প ভাষণে বলেন, এটা আমাদের একটা চমৎকার মুহূর্ত। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়।

এ ছাড়া ট্রাম্প বলেন, প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণসুযোগ তৈরির সুযোগ। এ সময় তিনি মেইক আমেরিকা গ্রেট এগেইন বললে সমর্থকরাও একই স্লোগান দিতে থাকেন।

সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না।

আমাদের চমৎকার অনুভূতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ভাষণে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও বলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা মেলানিয়াকে এসময় তিনি ধন্যবাদ জানান। তিনি তার সন্তানদের কথাও উল্লেখ করেছেন ভাষণে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের হয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছেন।

হাজার হাজার সমর্থকের জন্য ট্রাম্পের প্রচারশিবিরের পক্ষ থেকে পাম বিচ কনভেনশন সেন্টারে ওয়াচ পার্টির আয়োজন করা হয়।

চলতি বছরের শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন জানান ইলন মাস্ক।

মঙ্গলবার (৫ নভেম্বর) মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে এ ধনকুবের লিখেছেন, তিনি টেক্সাসের ক্যামেরুন কাউন্টিতে ভোট দিয়েছেন। সেখানে মাস্কের কয়েকটি কোম্পানির সদর দপ্তর অবস্থিত। পরে ফ্লোরিডার উদ্দেশে রওনা করেন মাস্ক।

ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফও মার-এ-লাগোতে তার সঙ্গে আছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.