ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবকে ‘ধোঁকাবাজি’ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক মন্তব্যে বলেছে, নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের ক্ষীণ আশা এই প্রস্তাবের মাধ্যমে চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে।
কেসিএনএ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের উত্তাপে বিশ্ব এখন যব সেদ্ধ করার পাত্রের মতো ফুটছে।’ যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে ট্রাম্পের আকস্মিক ঘোষণার ফলেই এই মন্তব্য করা হয়েছে।
এছাড়া কেসিএনএ ট্রাম্প প্রশাসনের পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব ও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার সিদ্ধান্তেরও সমালোচনা করেছে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে ‘হিংস্র ডাকাত’ আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের উচিত তার কালজয়ী দিবাস্বপ্ন দেখা থেকে জেগে ওঠা এবং অবিলম্বে অন্যান্য দেশ ও জাতির মর্যাদা ও সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বন্ধ করা।’
ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং তাদের ব্যক্তিগত সম্পর্কের কথা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট কিমের সঙ্গে ফের যোগাযোগ করবেন বলে জানান তিনি। যদিও এখন পর্যন্ত পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় মিডিয়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিষয়ে খুব কমই মন্তব্য করেছে।