স্পোর্টস ডেস্ক: টেস্টে একটা সময় তিনি ছিলেন অপরিহার্য ওপেনার। জাতীয় দলে মনে রাখার মতো অনেক ইনিংস এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে। অবশেষে পছন্দের এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ওপেনার। একইসঙ্গে অবসর নিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরুল কায়েস লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’ আর এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি খুব শিগগিরই আমার ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি আগামী ১৬ নভেম্বর (শনিবার) আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার প্রথম শ্রেণির ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার ক্যারিয়ারের ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’
জাতীয় দলের হয়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ইমরুলের। এই ফরম্যাটে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট থেকে এসেছে ১ হাজার ৭৯৭ রান। সেঞ্চুরি আছে ৩টি এবং হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ রানের ইনিংস ১৫০। টেস্ট ব্যাটিং গড় ২৪.২৮। জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। সে বছরের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হওয়া সেই ম্যাচটি ছিল গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। দুই ইনিংস মিলিয়ে মোট ৯ রান করেছিলেন ইমরুল। তারপর থেকেই জাতীয় দলের বাইরে চলে যান এই ক্রিকেটার।
ওয়ানডেতে জাতীয় দল থেকে ইমরুল বাদ পড়েছিলেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচটাই তার শেষ ম্যাচ হয়ে আছে। লাল-সবুজের জার্সিতে তিন ফরম্যাটে ১৩১ ম্যাচ খেলেছেন। ৭ সেঞ্চুরিতে মোট রান ৪ হাজার ৩৫০।
অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগার এই ব্যাটারের। প্রায় ৩৪ গড়ে করেছেন ৭ হাজার ৯৩০ রান। তার ব্যাট থেকে এসেছে ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১০ নম্বরে রয়েছেন ইমরুল কায়েস।