The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শাহ আলিমুজ্জামান

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অনুমোদনক্রমে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বর্তমানের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯২ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে বিএসসি শেষ করেন। একই বছর তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ১৯৯৬ সালে। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর তিনি এমফিল করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট মেম্বার এবং ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.