গাজীপুর প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা শাখা যুবদল। মিছিল পরিচালনায় ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সরকার ।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় মিছিলটি এমসি বাজার থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।
সমাবেশে আরিফুল ইসলাম আরিফ বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এসব অপকর্মের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না কতৃর্ত্ববাদী ফ্যাসিস্ট সরকার। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদের জেলে প্রেরণ করছে। তারই ধারাবাহিকতায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে সরকারের নির্বাহী আদেশে জেলে প্রেরণ করছে।
তিনি আরও বলেন, যুবদল এই দেশের লক্ষ কোটি যুবকদের গণতান্ত্রিক যুব সংগঠন। একজন টুকুকে গ্রেপ্তার করে যুবদলের অগ্রযাত্রা রুদ্ধ করা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এরশাদ সরকার, রুহুল আমিন মোল্লা, আকতার হোসেন, সৈয়দ করিম, ফজলুল হক রোমান, মাসুদ রানা, মামুন চৌধুরী, এডঃ সোহেল, আশরাফ মন্ডল, রাকিবুল ইসলাম, কিবরিয়া মিথেন, রাকিব শেখ, ফাহাদ শেখ, বিজয়,মাসুম আহমেদ ,জাকির হোসেন রাজু,হাসমত খান,হোসেন মোল্লা ,খোকা সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেত্রীবৃন্দ।