The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে টাইম ম্যাগাজিন এতথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বছরের সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসের ভাষায়, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ভালো ও খারাপের জন্য ২০২৪ সালের সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন।

তিনি আরও বলেন, মার্কিন রাজনীতিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন ট্রাম্প। যিনি আমেরিকান রাজনীতির পুনর্বিন্যাস করছেন।

জ্যাকবস বলেন, টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মান নিয়ে সর্বদা একটি বিতর্ক রয়েছে। তবে আমাকে স্বীকার করতে হবে যে এই বছর অতীতের চেয়ে সহজ সিদ্ধান্ত ছিল।

গত সোমবার (৯ ডিসেম্বর) এ বছর প্রতিদ্বন্দ্বীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে টাইম। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে ম্যাগাজিনটি ট্রাম্পের নাম ঘোষণা করে।

৭৮ বছর বয়সি ট্রাম্পকে এবার দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ করা হল। এর আগে ২০১৬ সালে প্রথমবার তাকে এই খেতাব দেওয়া হয়। ডেইলি মেইল জানিয়েছে, ওয়াল স্ট্রিটে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করবেন ট্রাম্প।

You might also like
Leave A Reply

Your email address will not be published.