পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আমরাদের সৌভাগ্য সরকার আমাদের বাড়িতে এসেছেন। তিনি অভিযোগ করেন, তার পরিবারকে জোর করে গণভবনে নিয়ে যাওয়া হয়েছিল।
আজ শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের বাড়িতে আসেন।
এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা একটা সাধারণ পরিবার। আমাদের বাড়িতে সরকার আসছে এ জন্য ভালো লাগছে। কিন্তু ভাই হারানোর শোক আমরা ভুলতে পারি না।’
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদেরকে জোর করে গণভবনে নিয়ে গেছে। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় লোকজন এসে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে রাজি করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘উনি তখন সরকার ছিলেন, যদি আমাদের কোনো সমস্যা করেন তাই আমরা গেছিলাম। অনেকে বলেছে তোমরা যদি না যাও তাহলে কোনো একটা মামলার মধ্যে ফেলে তোমাদেরকে অপমান-হয়রানি করবে।’
আবু সাঈদের হত্যার বিচার হবে আশা করে তিনি বলেন, ‘সরকার প্রধান বলেছে ভাই হত্যার বিচার করবে। শুধু আমার ভাইয়ের বিচার হবে এমন নয়। আমার এক ভাই হারায় নাই, হাজারও ভাই আমার হারিয়েছি। আমি সকলের বিচারের দাবি করেছি।’