The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৭শে অক্টোবর, ২০২৪

জেসিয়ার শাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান-হ্যাশট্যাগ

ডেস্ক রিপোর্ট: মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে টিকেছিলেন তিনি।প্রতিযোগিতার অংশ হিসেবে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন জেসিয়া। কখনও উত্তাপ ছড়িয়েছেন খোলামেলা পোশাকে, কখনও আবার প্রতিবাদের বার্তা দিয়েছেন কাপড়ের নকশায়।

দেশে গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত প্রতিবাদী শব্দগুলো ব্যবহার করে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চ মাতিয়েছেন মডেল জেসিয়া। আন্দোলন চলাকালে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা শব্দগুলো নিজের পোশাকের নকশায় তুলে ধরেছেন তিনি। সোনালী স্লিট ককটেইল শাড়িতে সোনার বাংলাকে বিষয়বস্তু করে তৈরি হয়েছে জেসিয়ার পোশাক। টেল গাউনে কালো বর্ণে লেখা ছিল কোটা আন্দোলন, মুক্তি, ছাত্র জনতা, মুক্ত বাংলা, শান্তি, সেভ বাংলাদেশি স্টুডেন্টস, কোটা বাতিল, সমান অধিকার, পিস, ভিক্টরি, বাংলাদেশি স্টুডেস্ট মুভমেন্ট, বিচার চাই ইত্যাদি।

ইনস্টাগ্রামে ওই পোশাকের ছবি শেয়ার করেছেন জেসিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলব না।

এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকায়। সেখানেই শেষ হয় তার যাত্রা। তবে এর মাধ্যমে বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন জেসিয়া।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম। এরপর বিনোদন অঙ্গনে আসেন তিনি। বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন জেসিয়া।

You might also like
Leave A Reply

Your email address will not be published.