The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫

জেইউডিও’র সভাপতি সাকি, সাধারণ সম্পাদক ফাতিমা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’- এর ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী মির্জা সাকি কে সভাপতি ও মার্কেটিং বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী ফাতিমা তুজ জোহরা বৈশাখী কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

৪ জানুয়ারি (শনিবার) সেলিম আল দীন মুক্তমঞ্চে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৪ এর সমাপনী পর্বে এই কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি তাপসী দে প্রাপ্তি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি(প্রশাসন) ফারিম আহসান, অর্থনীতি বিভাগ, ৪৯ তম আবর্তন; সহ-সভাপতি (বাংলা): সাদমান অলিভ,নৃবিজ্ঞান বিভাগ, ৪৯ তম আবর্তন; সহ-সভাপতি (ইংরেজি):লামিয়া ইসলাম প্রত্যাশা, ইতিহাস বিভাগ , ৪৯ তম আবর্তন; যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা)ঃসাদমান কৌশিক,ফার্মেসি বিভাগ, ৫০ তম আবর্তন; যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি):আল লুবান,ইতিহাস বিভাগ, ৫১ তম আবর্তন; যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ):তানভীর মোর্শেদ তামিম,ভূগোল ও পরিবেশ বিভাগ , ৫০ তম আবর্তন; সাংগঠনিক সম্পাদকঃআসিফুল ইসলাম আকাশ,ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ , ৫১ তম আবর্তন; সহ-সাংগঠনিক সম্পাদকঃতাজুন ইসলাম আশিক, মার্কেটিং বিভাগ, ৫১ তম আবর্তন; অনুষ্ঠান সম্পাদকঃ সাদাত ইবনে ইসলাম,ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ , ৫১ তম আবর্তন; অর্থ সম্পাদকঃজান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি,ইতিহাস বিভাগ, ৫১ তম আবর্তন; দপ্তর সম্পাদকঃ তানজিল হাসান জামি,ইতিহাস বিভাগ , ৫২ তম আবর্তন; শিক্ষা ও গবেষণা সম্পাদকঃহাসিব বিন আব্দুল হাই,ভূগোল ও পরিবেশ বিভাগ , ৫২ তম আবর্তন; প্রেস ও মিডিয়া সম্পাদকঃ মোঃইব্রাহীম আলী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ৫০ তম আবর্তন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদকঃ বর্ণ সাহা বিশাল,অর্থনীতি বিভাগ , ৫১ তম আবর্তন; প্রচার ও প্রকাশনা সম্পাদকঃনাজমুল ওয়ারা তালহা,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ , ৫২ তম আবর্তন; ইংরেজি সেশন সমন্বয়কঃ সামিয়া ইসলাম,একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ৫১ তম আবর্তন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিক আহমেদ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ , ৫২ তম আবর্তন; ইসমে জাহান সুচি দর্শন বিভাগ , ৫২ তম আবর্তন; শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ , ৫২ তম আবর্তন।

এছাড়াও জেইউডিও ইংলিশ ফোরামে আহ্বায়ক পদে থাকছেন লামিয়া ইসলাম প্রত্যাশা, ইতিহাস বিভাগ ৪৯তম আবর্তন ; সদস্য সচিবঃআল লুবান, ইতিহাস বিভাগ, ৫০তম আবর্তন ; সেশন সমন্বয়কঃ সামিয়া ইসলাম,একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ , ৫১ তম আবর্তন। সদস্যঃ সানজিদা খানম, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, ৫২তম আবর্তন ; মীর সোয়াদ জাবেদ, অর্থনীতি বিভাগ , ৫২ তম আবর্তন ; খন্দকার ইফতেখার আহমেদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ , ৫২ তম আবর্তন ।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান এবং মডারেটর ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃজামাল উদ্দীন রুনু।

You might also like
Leave A Reply

Your email address will not be published.