The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪

জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি: গণঅভ্যুত্থানের সৈনিক ছাত্র-জনতার ওপর সন্ত্রাসীদের আক্রমন এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা৷

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷

জানা যায়, গতকাল আশুলিয়ার শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী রবিউস সানী শিপুর উপর যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে।

মানববন্ধনের বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী মেহরাব সিফাতের সঞ্চালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘গণঅভ্যুত্থানের দু’মাস পরও আমাদের আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে দাঁড়াতে হচ্ছে৷ আমরা ৫ আগস্টের আগেও ফ্যাসিবাদী গোষ্ঠীর বিচারের দাবিতে দাঁড়িয়েছি৷ আজকেও সেই একই দাবিতে আমাদের আবার দাঁড়াতে হয়েছে৷ তাহলে পার্থক্যটা কোথায়? কিন্তু বর্তমান সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সন্ত্রাসীদের বিচারে দীর্ঘসূত্রিতায় জড়ায়। তাহলে ফ্যাসিবাদ গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠবে এবং সফল হবে৷’

তিনি বলেন, ‘রবিউস সানী শিপু আন্দোলনে গিয়ে গুলি খেয়েছে৷ কিছুদিন আগে তার অপারেশন হয়েছে, এখনো তার পেটে গুলির দাগ রয়েছে৷ তবে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা ক্ষমতাচ্যুত হওয়ার দু’মাস পরে তার উপর আক্রমণের সাহস দেখিয়েছে৷ তার গুলিবিদ্ধ পেটে আঘাত করতে করতে রক্তপাত ঘটিয়েছে, যেটা সুস্পষ্ট হত্যাচেষ্টা।’

তিনি আরো বলেন, ‘রবিউস সানী শিপুর উপর আক্রমণকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ মামলা দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে৷ এছাড়া অনতিবিলম্বে সারাদেশে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী যারা গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারী ও হামলাকারী তাদের চিহ্নিত করে যথাযথ তদন্তপূর্বক গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে৷ অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের আদর্শ ও নীতিকে শক্তিশালী করতে পারলে নিজেরা টিকে থাকতে পারবে এবং রাষ্ট্রসংস্কার ও পুনর্গঠন কার্যক্রম সফল করতে পারবে।’

মানববন্ধনে আহত শিপুর মা নাদিয়া আফরোজ শিউলি বলেন, ‘গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে ছিলাম, তখন বাকস্বাধীনতা বলতে কিছুই ছিল না। ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। কিন্তু গত দুইমাসে সরকারের তেমন কোন উন্নতি দেখতে পাইনি। আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে তাদের অবস্থান দৃষ্টিগোচর হচ্ছে না। শ্রীপুরে গত ১৫ বছর যারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে, তারাই আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। সরকারের কাছে আমার ছেলের উপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.