The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

জুলাই অভ্যুত্থানের পটভূমিতে দুই দিনব্যাপী জাতীয় সংলাপ

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার পটভূমিতে ব্যাপকভিত্তিক জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)।

শুক্র ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এ সংলাপের উদ্বোধন করবেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সমাজ বিশ্লেষক ও রাষ্ট্র চিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ।

এতে ২৭-২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার, সংস্কার, নিরাপত্তা ও নির্বাচন বিষয়ে ৬টি অধিবেশনে সংলাপ চলবে। রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সরকারের উপদেষ্টা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ছাত্র নেতারা এতে যোগ দেবেন।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.